খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা
  হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ, আজ শপথ

খুলনায় সভা-সমাবেশ ও জমায়েত না করার জন্য অ্যাডভোকেসি টিমের আহবান

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সভা-সমাবেশ ও জমায়েত না করার জন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতি আহবান জানিয়েছে খুলনার মাল্টি পার্টি অ্যাডভোকেসী ফোরাম। ফোরামের সদস্যরা খুলনাসহ সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ করেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলো ভার্চুয়াল মাধ্যমে সভা-সমাবেশ করলে সাধারণ মানুষ আরও সচেতন হবেন।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল(ডিআই)’র সহযোগীতায় সোমবার (২৮জুন) সকালে জুম ভার্চুয়াল সভায় এসব কথা বলা হয়। ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের খুলনা বিভাগীয় সমন্বয়কারী আমেনা সুলতানা সভা সঞ্চলনা করেন। বক্তব্য দেন বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, নারী নেত্রী রেহেনা ঈশা, অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, অ্যডভোকেট তসলিমা খাতুন ছন্দা,উন্নয়ন সংগঠক অসীম আনন্দ দাস, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা চম্পা, জেলা পরিষদ সদস্য শোভা রাণী হালদার, সাংবাদিক কৌশিক দে, মুহাম্মদ নুরুজ্জামান, বিএনপি নেতা মেহেদী হাসান দিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান জিয়া, নারী নেত্রী জেসমিন সুলতানা, কামরুন্নাহার হেনা, ডেমেক্রোসী ইন্টারন্যাশালের রুবায়েত হাসান প্রমুখ।

সভায় নগরবাসীর দুর্ভোগ বিবেচনায় দ্রুত উন্নয়ন কাজ সমাপ্ত, ইজিবাইক চলাচলে শৃঙ্খলা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহবান জানানো হয়। তারা আরও বলেন, শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানলে কোনভাবেই অদৃশ্য শক্রকে পরাস্ত করা যাবেনা।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!