খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
নির্বাচনে প্রতিশ্রুতি চান

সবুজ ও টেকসই স্মার্ট নগরায়নে নাগরিক নেতাদের ৫ দফা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনার নাগরিক নেতারা সবুজ ও টেকসই স্মার্ট নগরায়নের ৫দফা বাস্তবায়নে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি চেয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে অন্তর্ভূক্তিমূলক নগর শাসন, পরিকল্পিত ও জলবায়ূ সহিষ্ণু শহর নির্মাণ, গৃহহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর বাসস্থানের ব্যবস্থা করা প্রভৃতি।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। নাগরিক সংগঠন সিটিজেন রাইট প্রটেকশন, সিএসও নেটওয়ার্ক, শুভশক্তি, সুসমাজ যৌথভাবে খুলনা বিএমএ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরে দ্রুত নগরায়ন হচ্ছে। এতে ঘনবসতি ও অবকাঠামোতে চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে অপর্যাপ্ত পয়:নিষ্কাশন, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। খুলনায়ও পরিকল্পিত আবাসন, নাগরিক পরিষেবা বা সুযোগ সুবিধার সীমিত ব্যবস্থাগুলো পরিকল্পিত নগরায়নের অন্তরায় হিসেবে পরিগণিত হচ্ছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে আমরা রাজনীতিকদের কাছে এ বিষয়ে নিদিষ্ট প্রতিশ্রুতি চাই।

তিনি আরো বলেন, পরিকল্পিত নগরী গড়তে প্রথমে মডেল ওয়ার্ড গঠন, পানি, পয়:নিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিনা আজিজুর রহমান রহমান, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক সিলভী হারুণ, শাহিনা পারভীন, রেশমা আক্তার, ঝর্ণা আক্তার বৃষ্টি প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!