প্রিয় নবীজি (সা:) দিয়েছেন উম্মতে, প্রেমের সুধা
– তৌহিদ দীক্ষা। ভ্রান্ত পথের লোকদের
ফিরিয়ে আনতে আল্লাহর পথে। জাহেলী যুগে,
নবীজির (সা:) আহ্বানে, মানুষ চলেছিল দীন ইসলামের
পথে।
বিপথগামীরা সবে খুঁজেছিল সত্যের শিক্ষা
সত্য সুন্দর, সহজ সরল পথ। দুনিয়া ও আখিরাতে
তিনি (নবীজি (সা:)), আলোর মহিমায় দ্বীপ্তমান।
সর্বকালে, সর্বযুগে, বিশ্ব শান্তির অগ্রদূত।
তিনি মহান, সমাজ সংস্কারক, দিয়েছেন
ভ্রাতৃত্ব বন্ধন, সাম্যের শিক্ষা, শান্তির পথ।
কুরআনী জ্ঞান, অণ্বেষায়, চর্চায়
নিয়ত সদা থাকে যেন, তাঁর উম্মত।
মানব কল্যানে, যেন বিলিয়ে দেয়
জীবন, দেশপ্রেমে, বলিষ্ঠ
ঈমানেই ত্যাগেরই শপথ।
শক্তি দাও প্রভু, নবীজির (সা:) সুন্নাত
পালনে, সুন্দরতম আদর্শ লালনে
পেতে তাঁরই শাফায়াত।
সশ্রদ্ধ সালাম জানাই নবীজির (সা:)
পাক রওজা মোবারক, মদীনা
মুনাওয়ারা। যেখানে সকল
ধ্যানে, আরাধনায়,
অফুরান রহমত ও বরকত।
লেখক:
Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855