খুলনা, বাংলাদেশ | ৮ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২৯
  সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিন্ধান্ত
  তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

‘সকল পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে সহযোগীতা করতে চায় ভারত’

নিজস্ব প্রতিবেদক

৫৭তম আইটেক ডে-২০২১ উপলক্ষে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে আলোচনা সভা ও অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি এবারই প্রথম খুলনায় পালন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনাস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তৃতা করেন সহকারী হাই কমিশনার রাজেস কুমার রাইনা। তিনি বলেন, ‘ভারত প্রতি বছরই নানা পেশার মানুষের দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় করে। তারই আলোকে ভারতের স্বনামধন্য ইন্সটিটিউটে প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার মানুষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘কোভিড পরিস্থিতির কারণে গত বছর ই-আইটেক কোর্সের মাধ্যমে চার হাজার বাংলাদেশী তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করছে, আগামীতেও করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনাস্থ সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী অসিম কুমার সানত্রা, এটাচি মনজ কুমার পান্ডে, খুলনা-মোংলা রেল প্রজেক্টের ডিরেক্টর অজিত কুমার, দুর্জয় চক্রবর্তি, বলরাম দে, বিরেনা সাহা, এস কে সাহা।

আইটেক প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার মোঃ সালাহউদ্দিন, ডাঃ দেবাশিষ সরকার, ডাঃ মোঃ মশিউর রহমান, ডাঃ হিরা লাল রায়, বাংলাদেশ আই হসপিটালের একাউন্ট্যান্ট মোঃ রুহিন বাবু।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!