খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

শ্রীলঙ্কার বোলিং তোপে ১৬৪ রানেই ধরাশায়ী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বোলিং তোপে বিধ্বস্ত হয় পড়েছে বাংলাদেশের ব্যাটাররা। ৫০ ওভারও ব্যাট করতে পারল না বাংলাদেশ দল। ৪২ ওভার ৪ বলে ১৬৪ রানের স্কোর বাংলাদেশের। এশিয়া কাপের প্রথম ম্যাচে লঙ্কান বাঁধা পার হতে এই রানের মধ্যেই আটকাতে হবে তাদের। যা বাংলাদেশের জন্য বেশ কঠিনই বটে।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করতেই তিন তিনটি উইকেট হারিয়ে ফেলেছে টিম টাইগার্স। অভিষিক্ত তানজিদ তামিম ছাড়াও ব্যর্থ হয়েছেন নাঈম শেখ এবং অধিনায়ক সাকিব আল হাসান।

ঘুরেফিরে ওপেনিংয়ে সেই চিরচেনা ব্যর্থতা। গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেছেন তামিম ইকবাল। তবে চোট আর মানসিক অবসাদ দুইয়ে মিলে এবারের এশিয়া কাপে খেলছেন না এই অভিজ্ঞ ওপেনার। তামিমের না থাকা দলের জন্য বড় ক্ষতি নিঃসন্দেহে। এই ওপেনারের অনুপস্থিতিতে যার কাঁধে ছিল গুরুদায়িত্ব সেই লিটন দাসকেও হারিয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ ওপেনিংয়ে নামেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম এবং নাঈম শেখ। তামিম ইকবালের পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে নেওয়া হয়েছিল জুনিয়র তামিমকে। আর লিটন দাসের জায়গায় আজ খেলতে নামেন নাঈম। কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাহিশ থিকশানার মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ। দুই বল খেলে ‘ডাক’ সঙ্গে নিয়ে ফেরেন তিনি। এরপর সামনে এগিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে চেয়েছিলেন নাঈম। তবে সেই শটে ছিল না নিয়ন্ত্রণ, নিশাঙ্কার তালুবন্দি হয়ে মাত্র ১৬ রানেই বিদায় হন টাইগার ওপেনার।

দুই ওপেনারের দ্রুত বিদায়ে সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে ছিল দল। অধিনায়ক সাকিব আল হাসানও থিতু হতে পারেননি উইকেটে। ১১তম ওভারের চতুর্থ বলে পাথিরানার বলে আলগা খোচাতে উইকেট হারান সাকিব। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে সাকিব ফিরেছেন ১১ বলে ৫ রান করে।

৩৬ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশকে টেনে তুলছিলেন নাজমুল শান্ত-হৃদয়। তাদের ব্যাটে বড় স্কোরের আশা দেখছিল বাংলাদেশ। তবে দলীয় ৯৫ রানে হৃদয়ের বিদায়ে ভাঙে এই জুটি। চতুর্থ উইকেটে দুজন ৫৯ রান তুলেছেন। হৃদয় ফিরেছেন ২০ রানে। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তোলেন শান্ত।

শান্তকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিকও। পাথিরানার বলে ১২ রানে জীবন পেয়েছিলেন। এক রান করতেই সেই পাথিরানার ফাঁদেই পা দিলেন দলের ডিপেন্ডেবল এই ব্যাটার। শর্ট লেংথের বলে থার্ড ম্যানে ক্যাচ হয়ে সাজঘরে ফেরার আগে ২২ বলে ১৩ রান করেন মুশফিক। তার বিদায়ে ভাঙে শান্তর সঙ্গে গড়া ৫৩ বলে ৩২ রানের পঞ্চম উইকেট জুটি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!