খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

শ্রমিকের অধিকার

মুফতি রবিউল ইসলাম রাফে

প্রচন্ড রদ্দুর ষাটোর্ধ মজদুর
মনোবল দুর্দান্ত
ভাঙ্গা চোয়াল পোড়া মুখ-কোঠরাগত দু’চোখ
দেহখানি বিধ্বস্ত।।

কৃশকায় ঘামে ভেজা-মাথায় ইটের বোঝা
হেটে চলে প্রকম্পিত
শততলা ইমারত-পথঘাট মেরামত
খনন কাজে নিয়োজিত ।।

জীবনের সব ঢেলে-দেশটাকে তিলেতিলে
করেছে শিল্পোন্নত
খনি বন্দর ব্রীজ-মিল ইন্ডাসট্রিজ
সবখানে খেটে ক্লান্ত ।।

ক্ষুধার্ত তার উদার-জীবন মানবেতর
ভয়হীন সে মৃত্যুতে
সে যেন রোবট ক্রেন-কার্গো জাহাজ ট্রেন
শুন্যে উঠায় দু’হাতে ।।

সাথে হাতুড়ি হামার-শ্রমিক মজুর আর
বন্দুক হাতে সৈন্য
দু’জনই মরতে রাজি-রেখেছে জীবন বাজি
দেশ ও জাতির জন্য।।

শ্রমজীবি জনতার-বঞ্চিত অধিকার
অচিরেই দাও ফিরিয়ে
নয়তো প্রহার গুণো-ক্রোধের আগুন যেন
তখত না দেয় জ্বালিয়ে ।।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!