খুলনার আটরা শিল্পাঞ্চলের আফিল জুটমিল মজদুর ইউনিয়নে শ্রমিক জনসভায় ২৪ ফেব্রুয়ারীর মধ্যে শ্রমিকদের সকল দাবী মেনে না নিলে ২৫ ফেব্রুয়ারী রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টায় আটরা শিল্পাঞ্চলের আফিল জুটমিল মজদুর ইউনিয়নে অনুষ্ঠিত শ্রমিক জনসভায় বক্তারা এ ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। আফিল জুট মিল মজদুর ইউনিয়নের নেতা আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।
বক্তৃতা করেন মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ , নিজামউদ্দিন, কাবিল হোসেন, হুমায়ুন মেম্বার, শেখ এলাহী, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , আমির মুন্সি প্রমুখ ।
২১ ফেব্রুয়ারী সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা , ২৪ ফেব্রুয়ারী বেসরকারি জুট মিলের সকল মুক্তিযোদ্ধা শ্রমিকদের নিয়ে এ্যাজাক্স শ্রমিক ক্লাবে মতবিনিময় সভা এবং ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত ২ ঘন্টা রাজপথ – রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে ব্যক্তিমালিকানাধীন সকল জুটমিল শ্রমিক কর্মচারীদের দাবী মেনে নেয়া না হলে লাগাতার রাজপথ – রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।
খুলনা গেজেট/ টি আই