খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

শ্রদ্ধা ও ভালবাসায় বর্ষীয়ান রাজনীতিক টিটো অন্তিমশয়ানে

যশোর প্রতিনিধি

শ্রদ্ধা ও ভালবাসায় যশোরবাসী চির বিদায় জানালেন বর্ষিয়ান রাজনীতিক প্রিয়নেতা খালেদুর রহমান টিটোকে। সোমবার জোহরবাদ শহরের ঈদগাহ ময়দানে হাজারো মানুষের উপস্থিতিতে সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

এরআগে দুপুর ১২টায় ঈদগাহে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। এখানে মরহুমের কফিনে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আলম চঞ্চল, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম এনামুল হক, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম শরফু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাবেক এমপি খালেদুর রহমান টিটো (৭৬) রোববার দুপুর ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চারদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!