সাতক্ষীরার শ্যামনগরে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে প্রকাশ মন্ডল (৪৬) নামে এক দিনমজুর নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী-টেংরাখালী সড়কের শওকাত হাজীর মৎস্য ঘের সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
তবে এসময় প্রকাশ মন্ডল ঘটনাস্থলেই নিহত হলেও মোটর সাইকেলে থাকা প্রদীপ সরদার ও নারায়ণ সরদার নামের অপর দুইজন অক্ষত রয়েছে।
নিহত প্রকাশ মন্ডল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মৃত অরবিন্দু মন্ডলের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
নিহতের সঙ্গী প্রদীপ সরদার (৪৩) বলেন, সকালে আমরা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে সুন্দরবন দেখার উদ্দেশ্যে শ্যামনগরে আসি। শ্যামনগরে পৌঁছানোর পর ভেটখালী বাজারে বিকাশ মন্ডল নামে একজন আত্মীয়ের সঙ্গে দেখা করি। পরে সেখান থেকে সুন্দরবন ভ্রমণের জন্য রমজাননগরের কালিঞ্চির গোলাখালির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে সড়কে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি কাত হয়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যায় প্রকাশ মন্ডল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে