সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আদিবাসী মুন্ডা, বাগদী ও রাজবংশীসহ নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউএনডিপি-এইচআরপি’র সগযোগিতায় স্বদেশ ও সামস’র ব্যবস্থাপনায় রবিবার সামস্ এর প্রধান কার্যালয় এক অনুষ্ঠানে এই ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সামস সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা, নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ড, প্রোজেক্ট কো-অর্ডিনেটর যোসেফ সরকার, সামমসস লিঃ সভানেত্রী বাহামণি মুন্ডা প্রমুখ। সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী।
শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত মোট ৬৮০ টি মুন্ডা, বাগদী ও রাজবংশী পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ৫০০ গ্রাম সুজি ও ৬টি সাবান।
খুলনা গেজেট/এনএম