খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা

শিশু অঙ্কিতার ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে : কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

অঙ্কিতার হত্যাকারি প্রীতম রুদ্রের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় নগরীর পাবলা বণিকপাড়া সার্বজনীন কালিমন্দির সংলগ্ন স্থানীয় সমাজসেবক নাজমুল হাসান মুন্সির (পুলু) সভাপতিত্বে আইন-শৃঙ্খলা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা। বিশেষ অতিথি ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এসএম ফজলুর রহমান। বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, বিজেএ’র চেয়ারম্যান ও থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, থানা আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, কেসিসি’র ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সাহিদা বেগম, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান ও হুমায়ূন কবির।

উপস্থিত ছিলেন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু, থানা আ.লীগের যুগ্ম সম্পাদক এমএ সেলিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজা তরফদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান-ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি বীরেণ ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, দৌলতপুর থানা শাখার সভাপতি আশুতোষ ঘোষ, সাংস্কৃতিক ঐক্য জোট দৌলতপুর থানা শাখার সভাপতি তিলোক গোস্বামী, পূজা উদযাপন কমিটি দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী প্রমূখ।

পুলিশ কমিশনার বলেন, শিশু অঙ্কিতার সাথে যে পাশবিক ও শারীরিক নির্যাতন করে অবশেষে হত্যা করেছে পাষন্ড প্রীতম রুদ্রের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকরে পাবলা এলাকাবাসীর যে দাবি আমি তার সাথে সহমত। তিনি বলেন, এ অপরাধ ক্ষমার অযোগ্য। কোন অবস্থাতেই এ ঘৃণীত অপরাধের সাথে জড়িত ধর্ষক ও হত্যাকারী প্রতীমের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া কার্যক্রম শেষ করে চার্জ গঠনপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান এ কর্মকর্তা।

সভাটি সঞ্চলনার দায়িত্বে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান-ঐক্য পরিষদ দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক বলরাম দত্ত। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!