নগরীর শিরোমণি শিল্পাঞ্চল ও বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার বেলা ২টায় শিরোমণি শিল্পনগরী ও বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।
এসময়ে শিল্পনগরী সিটি ফুড ইন্ডাষ্ট্রিজে ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২০ হাজার টাকা ও শিরোমণি বাজার নিরঞ্জন ঘোষের আদি সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা এবং দুলাল ঘোষের নিউ সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃতে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এ সময় তাদেরকে সহযোগীতা করেন খানজাহান আলী থানার অফিসার ও ফোর্সগণ।
খুলনা গেজেট/এনএম