খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

খুকৃবি’র শিক্ষকদের সংগঠন ‌নীল দলের আহবায়ক আশিকুল, সদস্য সচিব হান্নান

নিজস্ব প্রতিবেদক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সংগঠন ‌’নীল দল’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের শিক্ষক ডাঃ মোঃ আশিকুল আলমকে আহবায়ক এবং ফিজিওলজি বিভাগের শিক্ষক ড. এম এ হান্নানকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় একাডেমিক ভবনে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি আগামী দ্রুততম সময়ের এর মধ্যে কার্যকরী কমিটি ২০২০-২১ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: তসলিম হোসেন, এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিন, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদ রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ মোঃ জান্নাত হোসেন, এগ্রোনমি বিভাগের প্রভাষক তপতী রায়, বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক মো: নাজমুল হক, ক্রপ বোটানী বিভাগের প্রভাষক নিগার আফসানা, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ মো: সালাউদ্দীন, লাইভস্টক প্রোডাকশন আ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ডাঃ মুস্তাসিম ফেমাস, পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রভাষক ডাঃ শারমিন জামান ও এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডাঃ সাহাবুদ্দীন আহমেদ।

সভায় বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা ও আদর্শ ধারণ করা, চর্চা করা এবং প্রচার করা; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; সার্বিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা; বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠান উদ্যাপন করা; বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে এই সংগঠনের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি আত্মার মাগফেরাত ও বিশ্বমানবতার কল্যাণ কামনা ঘোষণা করা হয়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!