খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধিতে খুলনায় বিইআই’র কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এন্টাপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য খুলনায় নাগরিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ৫ মার্চ সকাল ৯ টায় সিএসএস আভা সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। তিনদিনের এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ৭ মার্চ শেষ হবে।

প্রশিক্ষণটিতে খুলনার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানবাধিকার ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটিতে সহায়কের ভূমিকা পালন করেন বাংলাদেশ এন্টাপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, মহাপরিচালক মোহাম্মদ হুমায়ূন কবীর, ডেপুটি ডিরেক্টর আশীষ বনিক এবং বেসরকারি সংস্থা লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার প্রমুখ।

প্রশিক্ষণটির মাধ্যমে সুশাসন ও আইনের শাসন শক্তিশালীকরণের লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ইত্যাদি বিষয়ে ধারণা অর্জনের পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা একটি অংশগ্রহণমূলক গবেষণার মাধ্যমে সুশাসন ও আইনের শাসন শক্তিশালীকরণে ভূমিকা রাখবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!