যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারকে সংগঠন পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, গত ৭ অক্টোবর তাকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সাথে ঘটনার অধিকতর তদন্তের স্বার্থে মহিউদ্দিন শিকদার লিপু ও ইন্দ্রনীল দেব শর্মা রনির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। এই কমিটিকে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
খুলনা গেজেট / এমএম