যশোরের স্বাস্থ্য বিভাগ চিকিৎসা সেবায় অনিয়ম রুখতে কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে শার্শা উপজেলার ১০টি ক্লিনিকে অভিযান চালিয়ে প্যাথলজি ও অপারেশন থিয়েটার বন্ধসহ মালিক পক্ষকে সর্তক করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার দিনব্যাপী শার্শার ১০টি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। এসব প্রতিষ্ঠানগুলো হলো, উপজেলার বাগআঁচড়া সাশিকো হেলথ কেয়ার সেন্টার, জনসেবা ক্লিনিক, আল-মদিনা ক্লিনিক, বাগআঁচড়া নার্সিং হোম, জোহরা মেডিকেল সেন্টার, রুবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, পল্লী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এসি ল্যাব ও ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টার। এসময় কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোতে নানা অনিয়ম দেখতে পান। এরই প্রেক্ষিতে ওই ক্লিনিকগুলোর প্যাথলজি ও অপারেশন থিয়েটার বন্ধসহ মালিক পক্ষকে সর্তক করা হয়। আগামি সাতদিনের মধ্যে মালিক পক্ষকে এসব অনিয়ম দূর করার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপিস্থত ছিলেন, সিভিল সার্জন শেখ আবু শাহীন, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ রনি, প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহমেদ প্রমুখ।
এ বিষয়ে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, এ সকল প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া গ্রাম্য ডাক্তার ও নার্স দিয়ে চলছিল। তাদের স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন নেই। তারপরও প্রতিদিন রোগী দেখা ও প্যাথলজিক্যালে পরীক্ষা-নিরীক্ষার জন্যে রোগী ভর্তি করা হচ্ছে। এসব কারণে তাদেরকে সতর্ক করা হয়েছে। এরপর তারা সংশোধন না হলে কঠোর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ টি আই