যশোরে বোমা হামলায় তরিকুল ইসলাম মিলন (৪২) নামে আওয়ামী লীগের এক কর্মী জখম হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শার্শা উপজেলার উলাসী পূর্বপাড়ার আব্বাস আলীর ছেলে। বর্তমান যশোর শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকায় বসবাস করেন।
আহত মিলন জানিয়েছেন, তিনি উলাসী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী। শুক্রবার রাতে তিনি গ্রামে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলযোগে শহরের লিচুতলার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কলাগাছিতে পৌঁছালে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ৮/৯ জন গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে চার-পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তার দু’হাতে বোমার আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহতের দু’হাত বোমার স্প্রিন্টারে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।