যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৮৬০ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তেবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃতরা হলে, শার্শার তেবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩২), ওলিয়ার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩১), মোসলেম সর্দারের ছেলে জিয়া সরদার (৪৫), ইরফান সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও জয়নাল আবেদীনের ছেলে আবুল হাসেম (৫০)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তবর্তী তেবাড়িয়া গ্রামে নিয়মিত জুয়ার আসর চলছে। এতে এলাকা যুব সমাজ নষ্ট হচ্ছে। এ খবরে পুলিশ অভিযান চালিয়ে তেবাড়িয়া গ্রাম থেকে পাঁচ জুয়াড়িকে আটক করে। তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৬ হাজার ৮৬০ টাকা ও তা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।