যশোরের নাভারণ-সাতক্ষীরা সড়কের শার্শায় ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শার্শার নীলকান্ত মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫)। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপর দু’জন মাহেন্দ্র যাত্রী উপজেলার সমেন্দ্রকাঠি গ্রামের মৃত খালেক গাজীর স্ত্রী মনোয়ারা বেগম (৭০) ও সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৮)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম বলেন, বাগআঁচড়া বাজার থেকে ছেড়ে আসা নাভারণমুখি মাহেন্দ্রা নীলকান্ত মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাহেন্দ্রা গাড়িতে ধাক্কা দেয়। এতে চালক নুরু গাইন, রাকিব ও মনোয়ারা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
খুলনা গেজেট/এএ