হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মুলমন্ত্রকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সে মোতাবেক বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথাটি উল্লেখ করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে সারা বিশে^ পরিচিতি লাভ করেছে।
নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দূর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূর্গাপূজা ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ বর্ধনে আরো সুসংহত করুক এ কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
খুলনা গেজেট / এমএম