বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত প্রেসিডেন্টস কাপে নিজেদের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে ১৯৬ রানে অল আউট হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। এর ফলে সহজ লক্ষ্যে ব্যাট করতে নামবে শান্তর দল।
এর অগে টসে হেরে ব্যাটিং করতে নামা মাহমুদউল্লাহ একাদশের ইনিংস শুরু হতেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ থাকার পর ৩ ওভারে ১৭ রান নিয়ে আবারও খেলতে নামে লাল জার্সি পরিহিত দলটি। তবে বিরতির পর শুরুটা ভালো হয়নি তাঁদের।
৩ ওভারে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে মাহমুদউল্লাহ একাদশ। ৯ রানে রান আউট হয়ে ফেরেন নাঈম শেখ। তাসকিন আহমেদের বলে ১১ রানে ইনসাইড এজে বোল্ড হন লিটন। একই ভঙ্গিতে আল আমিন হোসেনের বলে ০ রানে ফেরেন মুমিনুল হক।
২১ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলটিকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং ইমরুল কায়েস। দুজন মিলে দারুণ ব্যাটিং করে যোগ করেন ৭৩ রান। তবে ৫০ বলে ব্যক্তিগত ৪০ রানে নাঈম হাসানের বলে মিড উইকেটে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে নেন তিনি।
ইমরুল ফিরলেও নুরুল হাসান সোহানকে নিয়ে দলের ১০০ পূরণ করেন মাহমুদউল্লাহ। তবে অনেক ওভার থাকলেও, সুযোগটাকে কাজে লাগাতে পারেননি নুরুল। ২৮ বলে ১৪ রান করে রান আউট হন তিনি। ৭ নম্বরে নামা সাব্বির রহমান দেখে শুনে শুরু করলেও ধীরে ধীরে ইনিংসের গতি বাড়াতে থাকেন।
এই হার্ড হিটারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়লেও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস লম্বা পারেননি নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৫১ রানে মকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হন এই ব্যাটসম্যান। একই ওভারে দারুণ এক ফিরতে ক্যাচ নিয়ে সাব্বিরকেও বিদায় করেন এই তরুণ পেসার।
শেষদিকে আমিনুল ইসলাম বিপ্লব ৬, রাকিবুল হাসান ১৫ এবং রুবেল হোসেন ১ রান করে ফিরলে মাহমুদউল্লাহ একাদশের ইনিংস থামে ১০ উইকেট হারিয়ে ১৯৬ রানে। বিপ্লবকে ফিরিয়েছেন তাসকিন। আর রাকিবুল এবং রুবেলকে ফিরিয়েছেন যথাক্রমে আল আমিন এবং সৌম্য।
খুলনা গেজেট/এএমআর