খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন
  ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

শহরে মশক নিধন জোরদার করতে কঠোর নির্দেশনা সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শহরে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার জন্য কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। রবিবার বিকেলে নগর ভবনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। তিনি করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ড্রেনসহ মশকের উৎপত্তি স্থলগুলিতে নিয়মিত মশক নিধন ঔষধ স্প্রে করারও নির্দেশনা প্রদান করেন।

সিটি মেয়র এ বিষয়ে নগরবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করেন। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নুরুন্নাহার এ্যানি, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্যা মারুফ আল রশীদ, গাজী সালাউদ্দিন, মো: জিয়াউর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!