খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটিতে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি
  নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা

লোহাগড়ায় সিভিল সার্জনের অভিযান, একটি ক্লিনিক বন্ধসহ সতর্কীকরণ

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন নড়াইল জেলার সিভিল সার্জন। এ সময় একটি ক্লিনিক বন্ধসহ অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্কীকরণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর নেতৃত্বে লোহাগড়া শহরের আল ইসলামিয়া ক্লিনিক, মা সার্জিক্যাল ক্লিনিক,পিয়াস ডায়গোনেষ্টিক সেন্টার ও উপশম হেলথ কেয়ার সেন্টারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ শুভাশীষ বিশ্বাস ও মেডিকেল টেকনোলজিষ্ট প্রশান্ত ঘোষ।

অভিযানে লক্ষীপাশার মা সার্জিক্যাল ক্লিনিকে অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ওই অপারেশন থিয়েটার বন্ধ, লোহাগড়ার ফয়েজ মোড় এলাকায় পিয়াস ডায়গনেষ্টিক সেন্টারে সনদ প্রাপ্ত রেডিওলজিষ্ট না থাকায় এক্সরে বন্ধ এবং একই এলাকার উপশম হেলথকেয়ারে হরমন টেষ্ট না করার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম।

এ বিষয়ে নড়াইল জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ অভিযান করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে। আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছি তাদের প্রয়োজনীয় কাগজ পত্র দেখানোর জন্য,যদি কাগজপত্র সঠিক হয় তাহলে পুনরায় চালু করার নির্দেশ দিবো। এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে’।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!