খুলনা, বাংলাদেশ | ১৯ আশ্বিন, ১৪৩১ | ৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়, আ. লীগের পক্ষে বাংলাদেশের পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের জানাবেন তারা
  নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারাহের চুক্তি
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

লোহাগড়ায় গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের ‘গ্রাম পুলিশ’ বকুল শেখ (৪০) হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১জুন) দুপুরে লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশের উদ্যোগে কালনা-লোহাগড়া-নড়াইল মহাসড়কের উপজেলা গেটের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কেন্দ্রীয় রীট বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ উজ্বল খান, সাধারণ সস্পাদক সাহিদুল দেওয়ান, লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশ কমিটির সভাপতি আবু আবদুল্লাহ, সাধারণ সস্পাদক উসমান গণি, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বিএম কামাল হোসেন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন, নিহত বকুল শেখের ছেলে রমজান শেখ প্রমুখ।

উল্লেখ্য, রবিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে কুমড়ি পূর্ব পাড়া রাজ্জাকের চায়ের দোকান থেকে বকুল শেখ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গোলাপ শেখের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, গ্রাম পুলিশ বকুল শেখ হত্যার ঘটনায় বড় ছেলে রমজান শেখ বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামী আয়নালের ছেলে রুবেলকে আটক করেছে এবং অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!