নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতা কর্মীদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জয়পুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহীন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন গাজী ও পৌর বিএনপি নেতা মোঃ জাকির হোসেন এর বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন নড়াইল জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতান, জেলা কৃষক দলের সদস্যসচিব এস এম এনামুল কবীর চন্দন, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্যসচিব আহাদুজ্জামান বাটুল, জেলা বিএনপির সদস্য সেলিম রেজা লিটু, লোহাগড়া পৌর বিএনপির সদস্য মুসা মোল্লা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাহিদুর রহমান আমীন, যুবদল নেতা লিয়াকত হোসেন লিপু, ইব্রাহিম সরদার, উকিল সরদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা অবিলম্বে শাহীন মাহমুদ, মিলন গাজী, জাকির হোসেন সহ সারা দেশে আটককৃত হওয়া সকল নেতৃবৃ্ন্দের মুক্তির দাবি করেন।
খুলনা গেজেট/ এসজেড