খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১৫
  ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
  এমন রাষ্ট্র গঠন করতে চাই যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায়, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা

লোহাগড়ায় আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বুধবার (১৪ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার হল রুমে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভাই অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার ওসি(তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, জামাত-ই- ইসলাম লোহাগড়া পৌর শাখার আমীর মো. জামিরুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. হাদিউজ্জামান, জাতীয় পার্টির নেতা মো. বদরুল আলম, লোহাগড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিলু শরীফ, লোহাগড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম, সদস্য সুবল কুমার বিশ্বাস, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু, কাজী ইমরান, শরিফুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু তালহা, জাকিয়া সুলতানা, মো. বাঁধন মল্লিকসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের সকলের সমন্বয়ে বাজার মনিটরিং সেল গঠন করে লোহাগড়ার সকল বাজার ব্যাবস্থার দিকে নজর দিতে হবে। লোহাগড়ার প্রতিটি বাজারের বাজার মূল্যে যেন কোন প্রকার বৈষম্য না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
লোহাগড়ার আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে পুলিশ, গনমাধ্যম কর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। লোহাগড়ার কোথাও কোন অনিয়ম দুর্নীতি দেখলে উপজেলা প্রশাসনকে জানাইলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি উপজেলা বিনির্মাণে আন্তরিকতার সাথে কাজ করে যাব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!