খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

লুটপাটের ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরায় কলেজছাত্রীকে জীবননাশের হুমকি!

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ফুফাত ভাইয়ের বাড়িতে দু’তরফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরায় স্থানীয় ইউপি মেম্বরের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আশাশুনি উপজেলার খাজরা ইউপি’র ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইয়াকুব আলী ওরফে আকু’র বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে ভোল পাল্টে এলাকায় লুটপাটে সহযোগিতার করার অভিযোগ উঠেছে।

খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খাজরা বাজার সংলগ্ন দাসপাড়ার বিপ্লব কুমার দাস জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার উপর হামলা হতে পারে এমন আশঙ্কায় রাতে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান তিনি। ইউপি সদস্য ইয়াকুব আলীরে নেতৃত্বে ৫০/৬০জন সোমবার রাতে ও মঙ্গলবার বেলা ১০টার দিকে দুই দফায় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনা পরিদন সকালে একই গ্রামের মামতো বোন খুলনা জেলার কয়রা উপজেলার জায়গীরমহল তকিমউদ্দিন মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী বিভা দাস একই গ্রামের স্থানীয় সাংবাদিকের কাছে ভিডিও সাক্ষাৎকার দেন। এ খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে ইয়াকুব মেম্বর ও তার সহযোগীরা বাড়ির পাশে যেয়ে বিভাকে জীবননাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এমনকি বিষয়টি জানাজানি হওয়ায় বুধবার বিকালে বিভা ও তার বাবাকে বাড়িতে নিয়ে যেয়ে নতুন করে হুমকি দেন ইয়াকুব আলী। এ ঘটনায় বিভাসহ তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান।

তবে ইউপি সদস্য ইয়াকুব আলী ওরফে আকু জানান, বিভা দাসকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। মেয়েটির কাকা স্থানীয় এক সাংবাদিককে ভুল তথ্য দিয়ে এ কাজ করিয়েছেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও সাবেক ইউপি সদস্য বিপ্লব দাসের চাঁদাবাজি ও জবরদখলে অতিষ্ঠ হয়ে তাকে পাশে থাকতে বলেছেন। তবে গ্রামের অধিকাংশ বাড়িতে লুটপাটের ঘটনা তিনি জানেন না বলে দাবি করেন।

এবিষয়ে আশাশুনি থানারঅফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারীর সঙ্গে কথা বলা সম্ভব না হলে বিশেষ শাখার কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরীর সাথে কথা বললে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় ও স্থানীয় সোন ক্যাম্পে অীভযোগ করার পরামর্শ দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!