খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী মাষ্টার্স প্রথমবর্ষের ছাত্র মোঃ রায়হান হোসনকে লাঞ্চিত করার অভিযোগে পশ্চিম বানিয়াখামারের একটি বাড়ি অবরোধ করে রেখেছে ছাত্ররা। শনিবার সন্ধ্যা থেকে তারা এ বাড়িটি অবরোধ করে রাখে। এ সময় ওই এলাকার সাধারণ মানুষও ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান বলেন, দীর্ঘ আট মাস যাবত তিনি নগরীর পশ্চিম বানিয়াখামার পুকুর পাড় এলাকার ‘আলহামদুলিল্লাহ’ নামে বাড়িতে বসবাস করেন। বাড়ির মালিক ভাড়াটিয়াদের সাথে খারাপ আচারণ করেন। শুক্রবার রাত আটটার দিকে বাড়ির একটি মিটার নষ্ট হওয়ার ঘটনায় তার সাথে মালিক লেলিন খারাপ আচারণ করেন। বিষয়টি রাত আড়াইটার দিকে রায়হান বন্ধুদের জানায়। আজ সকালে বাড়ির মালিক ছাত্র রায়হানের সাথে পুনরায় খারপ আচারণ করেন। তাকে লাথি ও মারধর করেন। এরপর আজ বিকেলে ছাত্ররা বিষয়টি জানতে আসে। তাদের সাথেও বাড়ির মালিক লেলিন দুর্ব্যবহার করেন। পরে ছাত্ররা বাড়ি অবরোধ করে ও বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এলাকার অধিকাংশ মানুষ ছাত্রদের সাথে ওই বাড়ির সামনে অবস্থান নিয়েছে।
ঘটনাটি জেনে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক ও পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ছুটে আসেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রাত ১০ টার দিকে ছাত্ররা টায়ার জ্বলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ছাত্রদের দাবি, যে ছাত্রকে বাড়ির মালিক লাঞ্চিত করেছেন, তার কাছে এসে ক্ষমা চাইতে হবে। নাহলে বাড়ি ঘেরাও করে রাখা হবে।
রাত পৌনে ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা অবরোধস্থল ত্যাগ করে। আগামীকাল রবিবার এ ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে বলে জানিয়েছে।