খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বৈশ্বিক এই সংকটে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, শুধুমাত্র দলীয় কর্মীদের না খুঁজে লকডাউনে কর্মহীন সকল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন। নি¤œ আয় থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষের জীবিকা আজ বন্ধ হয়ে গেছে। অভুক্ত থেকেও লোকলজ্জায় অনেকে মুখ খুলতে পারছে না। সে সব অভুক্ত মানুষের ঘরে খাবার পৌছানোর ব্যবস্থা করুন।
শনিবার (৩ জুলাই) দুপুরে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে করেরবাজার এলাকায় করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকারের দেয়া লকডাউনে কর্মহীন ৩শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ আহবান জানান। একই সাথে অসহায় মানুষের পাশের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক তালুকদার, সাধারন সম্পাদক সাবেক কাউন্সিলর ওয়াহেদুজ্জামান দীপু, সাংগঠনিক সম্পাদক ডা: ফারুক হোসেন, যুবদল নেতা মোহাম্মাদ সেলিম, রিয়াজুর রহমান সোহাগ, মো. জুয়েল রহমান, মো: মিজানুর রহমান প্রমূখ
খুলনা গেজেট/ টি আই