খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

রেলওয়ে ক্রসিং-এর পরিবর্তে ওভারপাস নির্মাণে কেসিসির সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা-চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের নিজ খামার এবং গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট জেলা মহাসড়কের দারোগার ভিটা নামক স্থানে রেলওয়ে ক্রসিং-এর পরিবর্তে রেলওয়ে ওভারপাস নির্মাণ সংক্রান্ত বিষয়ে এক সভা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকালে অনুিষ্ঠত সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে জেলা প্রশাসন, রেলওয়ে, সড়ক ও জনপথ বিভাগ, ওজোপাডিকো, পানি উন্নয়ন বোর্ড ও কেডিএ’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের আওতায় মহাসড়ক দু’টিতে দুটি রেলওয়ে ক্রসিং নির্মাণ করা হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়ক দু’টিতে রেলওয়ে ক্রসিং নির্মাণ করা হলে ভবিষ্যতে উক্ত অংশে যানজটসহ দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। উদ্ভুত সমস্যা নিরসনকল্পে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় রেলওয়েসহ সংশ্লিষ্ট সকলকে উক্ত স্থানসমূহে রেলওয়ে ক্রসিং-এর পরিবর্তে রেলওয়ে ওভারপাস নির্মাণের অনুরোধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কেসিসি’র পক্ষ থেকে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিটি মেয়র বলেন, খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী উন্নয়ন প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। প্রকল্পের কাজ সম্পন্ন হলে জনমানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। সরকারের এ মহতী কর্মপ্রচেষ্টা সফল করতে সরকারি-বেসরকারি সকল মহলের আন্তরিক প্রচেষ্টা দরকার। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি রেলওয়ে ওভারপাস নির্মাণসহ উত্থাপিত সুপারিশসমূহ বিবেচনায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

খুলনা-চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের জিরো পয়েন্টে ফ্লাইওভার নির্মাণের জন্য কেডিএ’র পক্ষ থেকে একটি প্রস্তাবনা রয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া সড়কসমূহে জননিরাপত্তা নিশ্চিত করতে ক্রসিংসহ ব্যস্ততম স্থানে পথচারীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণেরও প্রস্তাব করা হয়।

খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের আওতায় রেলক্রসিং-এর পরিবর্তে রেলওয়ে ওভারপাস নির্মাণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলে খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক সভায় অবহিত করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, সড়ক ও জনপথ বিভাগ-খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, খুলনা-মোংলা পোর্ট রেলপথ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আরিফুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক আহম্মদ হোসেন মাসুম, নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড-খুলনার উপবিভাগীয় প্রকৌশলী কৃষ্ণ পদ দাস, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী তারেক আহমদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!