খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় হেরাজ উদ্দীন শেখ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় সামন্তসেনা নতুনহাট বাজার এলাকায় সামাদের মুদির দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে হেরাজ উদ্দিনকে গুরুতর জখম অবস্থায় দেখে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, হেরাজ উদ্দিন রূপসার নৈহাটি ইউনিয়নের খোড়ার বটতলা এলাকার বাসিন্দা। তারা স্বামী ও স্ত্রী ভ্যানে করে উপজেলার দিকে আসার পথে এঘটনা ঘটে।
স্থানীয় লোকজন চেষ্টা করেও ট্রলিটি আটক করতে ব্যর্থ হয়। তবে হেরাজ উদ্দিনের মাথা ফেটে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
খুলনা গেজেট/ বিএমএস