খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

রূপসায় পানের বরজে বিষাক্তদ্রব্য প্রয়োগে ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগের বাদশা মোল্লার ৮০ ফোন অর্থাৎ ৫ কাহন পানের বরজে বিষাক্তদ্রব্য প্রয়োগ করে প্রায় ৪৫/৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে একই গ্রামের বারেক ও তার সহযোগিরা।

ভুক্তভোগী পরিবার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গত ১৬ ডিশেম্বর গভীররাত্রে পূর্ব শত্রুতার জেরধরে এমন ঘৃণিত কর্মকান্ড করেছে পড়সী বেশধারী এক কুলাঙ্গার ও তার সহযোগিরা। বননাশক স্প্রে পানের বরজে প্রয়োগ করায় বাদশা মোল্লার ঘাটভোগ মৌজাধীন ১১১, ৫০৯, ৫৫৩ নম্বর খতিয়ানের ১৬৩৮, ১২৯০, ১২৯৬ নং দাগের প্রায় ২১২ শতাংশ জমির ৫ কাহন পান বরজে বিষাক্ত স্প্রে করে ৪৫/৫০ লাখ টাকার ক্ষতি করছে দুর্বৃত্তরা।

এছাড়া এলাকার পানচাষীদের সুত্রে জানা যায়, উক্ত বরজে আগামী ৯০ দিনের মধ্যে একটি বনও উৎপাদন হবে না। এমন ধ্বংসযোগ্য কর্মকান্ড সংগঠিত হওয়ার কারণে এলাকার অন্নান্য পান চাষীরা আতংকে দিন কাটাচ্ছে।

এ ব্যাপারে ভুক্তভোগী বাদশা মোল্লা রূপসা থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করছে।

এলাকার ইউপি সদস্য কাজি আঃ কুদ্দুস জানান, এমন ঘৃণিত কর্মকান্ড যে করেছে তার কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। কোন ভাবেই ফসলের ক্ষতি মেনে নেওয়া যায় না।

এ ঘটনায় কৃষি অধিদপ্তরকে সত্যতা যাচাই ও ক্ষয়ক্ষতি তদন্তের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ধ্বংস হওয়া পানের বরজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তরুণ কুমার বালা, রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার সুজিত মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আলমগীর হোসেন, চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপসহকারী কৃষি অফিসার দেবাশীষ দাশ, মো. মোজাহিদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!