বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সর্বভুক। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ গোটা অর্থনীতি গিলে ফেলেছে তারা।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য শীর্ষক’ এ সভা হয়।
মির্জা ফখরুল বলেন, এ সরকার অবৈধ ও গণবিরোধী। দুটো নির্বাচনে জোর করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে তারা। এটি বর্গিদের সরকার। গোটা বাংলাদেশের সব অর্জন গিলে ফেলেছে তারা। এ সরকার সর্বভুক।
তার প্রশ্ন, পণ্য আমদানি করতে, ঋণ পরিশোধে, প্রকল্পের ব্যয়ে কীভাবে রিজার্ভের টাকা খরচ হয়? বিএনপি মহাসচিব বলেন, কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা দেয়া হচ্ছে না। শুধু ছাত্রলীগের দখলবাজি চলছে।
তিনি বলেন, এ সরকারের অধীনে কোনও নির্বাচন নয়। যতক্ষণ সরকার পদত্যাগ না করে, তত্তাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলতে থাকবে। গণআন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো হবে।