গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিউনিয়ে দলের ঘোষণাপত্র পাঠ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণাপত্রে তিনি বলেন, আমরা মনে করি, জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে।
এতে বলা হয়, আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। এর মধ্য দিয়েই কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন। আর দলের নাম ও প্রধান দুই নেতার নাম ঘোষণা করেন শহীদ পরিবারের সদস্য।
খুলনা গেজেট/ টিএ