যশোরে রাজহাঁস নিয়ে কথা কাটাকাটির সময় প্রতিপক্ষের লাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আঘাতকারী নারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শার্শা উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
নিহত জহুরা বেগম উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়ীয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
ইউপি সদস্য (মেম্বার) ফারুক হোসেন জানান, নিহত জহুরা বেগম লেখাপড়া জানেন না, ওষুধ খাবে এজন্য ভোররাতে পাশের বাড়িতে প্রেসক্রিপশন দেখাতে গেলে তাদের রাজহাঁস নিয়ে কথা ওঠে। একপর্যায়ে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। পরে রুহুল আমিনের স্ত্রী লাইট দিয়ে জহুরা বেগমের মাথায় আঘাত করলে সেখানেই তিনি পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ডাক্তার নিয়ে এলে তিনি মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত রুহুল আমিনের স্ত্রীকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি