রাজধানীর তেজগাঁও এলাকায় একটি ভবনের তিন তলায় বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিস্ফোরণ বিস্ফোরক দ্রব্য থেকে হয়নি বলে ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান।
তিনি বলেন, তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকার একটি বাসায় ঘটে যাওয়া বিস্ফোরণে বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছুর সন্ধান পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনাটি অন্য কোনো কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আহতদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার ২৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে নিশ্চিত করেন। এই ঘটনায় ২ জন শিক্ষার্থী আহত হয়েছে।
আহতরা হলেন ইয়াসিন ও জিতু। এর মধ্যে ইয়াসিনের ৫০ শতাংশ ও জিতুর ৬৪ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
খুলনা গেজেট/ এস আই