খুলনা, বাংলাদেশ | ১৭ কার্তিক, ১৪৩১ | ২ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজ সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
দুই শিক্ষক আটক

যশোর হোমিও কলেজের অধ্যক্ষকে মারপিট করে পদত্যাগপত্রে স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষকে মারপিট এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এতে কলেজ শিক্ষকসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিক্ষক ও এক সন্ত্রাসীকে আটক করেছে।

আটক দু’জন হলেন, শহরের আরএন রোড (উমেশ চন্দ্র লেন) এলাকার সন্ত্রাসী হাবিবুর রহমান হবি ও শহরের বকচর এলাকার বাসিন্দা ওই কলেজ শিক্ষক আব্দুল্লাহ আল বাকী। মামলার অন্যান্য আসামিরা হলেন, ওই কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আবুল হাশেম, খালধার রোডের শানু ও রনি। এ মামলায় এখনো কয়েকজন সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি কলেজ থেকে লুট হওয়া সিসি ক্যামেরা ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল।

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান অভিযোগে বলেন, কলেজের হামলা-ভাঙচুর, লুটপাট ও মারপিটের ঘটনার নেপথ্যে এক সাংবাদিকও রয়েছেন। তিনি দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সাংবাদিক হওয়ার কারণে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এখন তিনি কমিটিতে থাকতে পারবেন না জেনে দুর্বৃত্তদের সাথে হাত মিলিয়ে এসব অপকর্মে লিপ্ত হয়েছেন। তারা সকলে মিলে কলেজটি ধ্বংস করতে চায়। সেই সাথে কলেজের সম্পদ লুটও করতে চায়। আমার কারণে অপকর্ম করতে না পারায় এসব দুর্বৃত্তরা এক হয়ে হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, কলেজের সভাপতি জেলা প্রশাসক আমাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। তার নির্দেশনায় সবকিছু করেছি।

এদিকে, বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করার কারণে হতভম্ব হয়ে পড়েছেন আরএন রোড এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলছেন, হাবিবুর রহমান হবি জীবনে কোন দিন বিএনপি করেনি। তার কোন পদ পদবী নেই। সে বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দোসরদের সাথে এক হয়ে অপকর্মে লিপ্ত হয়েছে। হবি এখন বিএনপি সাজতে চাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, হাবিবুর রহমান হবি বিএনপির পলিটিক্স করে না। সে কেশবপুরের সাদেক সাহেবের আত্মীয়। বিএনপির সাথে তার কোন সম্পর্ক নেই। হোমিওপ্যাথিক কলেজে যে ঘটনা ঘটেছে বিএনপি তার নিন্দা জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলেন, মামলার এক ও তিন নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদেরকে খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। লুটপাট হওয়া মালামাল উদ্ধার করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে একদল দুর্বৃত্ত যশোর হোমিওপ্যাথিক কলেজে প্রবেশ করে অধ্যক্ষ হাফিজুর রহমানকে মারপিট ও তার অন্ডকোষে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে, এ ঘটনা কলেজের কয়েকজন শিক্ষক দাড়িয়ে দেখলেও তাকে সাহায্যে এগিয়ে যায়নি। এ কাজে তাদের মদদ রয়েছে বলে অধ্যক্ষ হাফিজুর রহমান তার দায়েরকৃত মামলায় তিনজন শিক্ষককে আসামি করেছেন। মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ দু’জনকে বাড়ি থেকে আটক করেছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!