যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগে এক নবজাতককে ফেলে পালিয়ে গেছেন তার মা। বৃহস্পতিবার সকালে হাসপাতালের শিশু বিভাগে ঘটনা ঘটলেও সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি জানাজানি হয়।
যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স নিলুফার ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহিলাসহ কয়েকজন হাসপাতালের ভর্তির টিকিটবিহীন শিশু ওয়ার্ডে নবজাতককে নিয়ে চিকিৎসার জন্য যান। চিকিৎসাপত্র অর্থাৎ ভর্তি টিকিট নিয়ে না যাওয়ায় সেবিকারা ওই লোকদেরকে জানান জরুরী বিভাগ থেকে ভর্তির টিকিট নিয়ে আসতে হবে।
নবজাতকের সাথে আসা পুরুষ এবং মহিলারা ওয়ার্ডে শিশুকে রেখে ভর্তির টিকিট আনতে নীচে জরুরি বিভাগে যান। এরপর তারা আর ফেরত আসেননি। এরপর বিকাল ৩টার দিকে ওয়ার্ডের এক মহিলা একটি কম্বল ওই বাচ্চাটির গায়ে দেবার পর অভিভাবকদের খুঁজে পাওয়া যায়নি। বাচ্চাটি এখন হাসপাতালের শিশু বিভাগের সেবিকাদের তত্ত্বাবধানে আছে। সেবিকারা বাচ্চাটি সম্পর্কে হাসপাতালের ডিউটিতে থাকা পুলিশকে জানানোর পর সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি জানাজানি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ বলেন, সারাদিন ব্যস্ত ছিলাম, এ কারণে বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনাটি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।