বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রকাশিত বিদ্রোহীর প্রকাশনা উৎসব শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবি কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কবি কৃষ্ণ চন্দ্র।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ও গবেষক ড. মুস্তাফিজুর রহমান, কবি ড. শাহনাজ পারভীন, যশোর আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. জিএম মুছা।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহীর সম্পাদক আহমদ রাজু। এসময় উপস্থিত ছিলেন, কবি ও গবেষক, অধ্যাপক কাজী শওকত শাহী, প্রেসক্লাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামান, মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক হোসাইন নজরুল হক, মুক্তেশ^রী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
খুলনা গেজেট/এ হোসেন