যশোরের শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ। ইভিএমের মাধ্যমে ভোট দেন জেলার জনপ্রতিনিধি ভোটাররা। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ফের নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল বিপুল ভোটে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯৫৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ হাসান কাজল আনারস প্রতীকে ৩৪৪ ভোট পেয়েছেন।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন শার্শা উপজেলায় সালেহ্ আহমেদ মিন্টু। তিনি পেয়েছেন ৭৩ ভোট, ঝিকরগাছায় ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম বাপ্পী, চৌগাছায় ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তৌহিদুর রহমান, অভয়নগরে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ মোল্লা, বাঘারপাড়ায় ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী ভোলা, সদর উপজেলায় ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জবেদ আলী, মণিরামপুরে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গৌতম চক্রবর্তী, কেশবপুরে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড (শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা) শায়লা জেসমিন, ২ নম্বর ওয়ার্ড (সদর, বাঘারপাড়া ও অভয়নগর) রেহেনা খাতুন, ৩ নম্বর ওয়ার্ড (মণিরামপুর ও কেশবপুর) তাসরিন সুলতানা শোভা নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে জেলায় মোট এক হাজার ৩১৯ জন ভোটারের মধ্যে এক হাজার ৩১০ জন চেয়ারম্যান পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে।
যশোর নির্বাচন অফিস সূত্র জানায়, যশোর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যানের একটি, ৮টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডসহ মোট ১২টি পদে সোমবার ভোট গ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জনসহ মোট ৫১ প্রার্থী ভোটযুদ্ধে অংশ গ্রহণ করেন। জেলার মোট ৮টি উপজেলার ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ জন্য আটজন প্রিজাইডিং অফিসার, ১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩২ জন পোলিং অফিসার, ৫৬ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেন। যশোর সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শহরের এমএম আলী রোডের কালেক্টরেট স্কুলে।