যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামকে নানা ব্যর্থতায় মেহেরপুরের গাংনী থানায় বদলি করা হয়েছে। সেখানে ওসি ছিলেন আব্দুর রাজ্জাক। তাকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের স্থালাভিসিক্ত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা কেউ এখনো কারও দায়িত্ব বুঝে নেননি। যা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের সূত্রটি নিশ্চিত করেছে।
আব্দুর রাজ্জাক ওসি হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন যশোরের ঝিকরগাছা থানায়। সেখানে তিনি দীর্ঘ সাড়ে তিন বছর ওসি হিসেবে কাজ করেছেন। বিভিন্ন অভিযোগে তৎকালীন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানকে সরিয়ে দেয় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এরপর তিনি ২০২১ সালের ২০ নভেম্বর গাংনী থানায় যোগদান করেন।
এরআগে তাজুল ইসলাম অভয়নগর থানার ওসি হিসেবে দায়িত্বপালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন ওসি মনিরুজ্জামানকে অভয়নগরে থানায় ও তাজুল ইসলামকে কোতোয়ালি থানায় বদলি করা হয়। সেই থেকে টানা দু’বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এসময় একের পর এক হত্যাসহ নানা অঘটন ঘটলেও অজ্ঞাত কারণে তিনি ছিলেন বহাল তবিয়তে।
খুলনা গেজেট/ টিএ