খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

যশোরে ৩ লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরসহ আট উপজেলা এলাকায় তিন লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩৭ হাজার ৭৯০ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৯ জন। শনিবার (১১ ডিসেম্বর) এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। যশোর শিশু হাসপাতালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোর জেনারেল হাসপাতাল সভাকক্ষে সংবাদিকদের নিয়ে কর্মশালায় সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানান।

তিনি বলেন, যশোরের আটটি উপজেলার ৯২টি ইউনিয়নে ২৮২ কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্র থেকে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। সরকারিভাবে ১ হাজার ও বেসরকারি পর্যায়ে ৪ হাজার কর্মী কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন।

কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডাক্তার রেহেনেওয়াজ ও স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রমুখ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!