যশোরে ব্যাংকের চেকবই চুরি করে জাল স্বাক্ষর করে পৌনে ৯ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা খালিদ হোসেন ডন (৪৮) ও তার সহযোগী আইয়ুব হোসেনকে (৪২) পুলিশ আটক করেছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিমান তরফদার সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা উপজেলার ডুগডুগি বাজার থেকে তাদের আটক ও হাতিয়ে নেয়ার ৮০ হাজার টাকা উদ্ধার করেছেন।
আটক খালিদ হোসেন ডন যশোর শহরের মুজিব সড়কের জয়তি সিকিউরিটি ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানজার ও খড়কি বামনপাড়ার বাসিন্দা। অপরজন ওই প্রতিষ্ঠানের পিয়ন আইয়ুব হোসেন যশোর শহরতলীর ঝুমঝুমপুরের আবুল হোসেনের ছেলে।
কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, জয়তী সিকিউরিটি অফিসে চুরির ঘটনা নিয়ে থানায় একটি মামলা হয়। মামলায় বলা হয় অফিসের ড্রয়ারে থাকা চেক বই চুরি হয়েছে। ইসলামী ব্যাংকের একাউন্টের ওই চেক বইয়ের পাতায় স্বাক্ষর জাল করে আট লাখ ৭৫ হাজার টাকা তুলে নেয়া হয়েছে। মামলায় কোনো আসামির নাম উল্লেখ না থাকার পরও এসআই বিমান তরফদার আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চিহ্নিত করেন। এরপর দামুড়হুদায় অভিযান চালিয়ে জালিয়াতির মূলহোতা প্রতিষ্ঠানটির ম্যানেজার খালিদ হোসেন ডন ও সহযোগী পিয়ন আইয়ুব হোসেনকে আটক করেন। পরে ওই দুই জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে। তাদের সাথে নিয়ে দামুড়হুার ডুগডুগি বাজার থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই বিমান তরফদার বলেন, খালিদ হোসেন ডন ও আইয়ুব হোসেন মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা মিথ্যা চুরির ঘটনা সাজানো এবং স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করে।
খুলনা গেজেট/ আ হ আ