যশোরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী গণটিকা কার্যক্রম। সকাল নয় টা থেকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ টিকা দেওয়া হবে। দু’দিনে ১০ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে তার অতিরিক্ত মানুষ এলেও দেয়া হবে টিকা। এখানে টিকা নেয়ার জন্যে লাগবে না অনলাইন রেজিস্ট্রেশন। যশোরে বসবাস করে এমন সনদ থাকলেই টিকা নিতে পারবেন সাবাই। এ কথা জানান, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস।
তিনি বলেন, যশোরের বাসিন্দা যারা পূর্বে টিকা নেননি, তাদের যে কেউ টিকা নিতে পারবেন। তাদের অনলাইনে রেজিস্ট্রেশন অবশ্যক নয়। জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক সনদ ও নাগরিক সনদপত্র দেখিয়ে তারা টিকা নিতে পারবেন। সবাইকে ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এ গণটিকা কার্যক্রম সহজ করে দেয়া হয়েছে। যাতে সবাই টিকা গ্রহণ করে।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, আমাদের লক্ষ্য যশোরে শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। সবাই যেন টিকা নেয়। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। যারা টিকা নিতে চাইবে সবাইকে টিকা দেয়া হবে। এই দুই দিনে ১০ হাজার টিকাদানের লক্ষ্যমাত্রা থাকলেও এর বেশি যারা আসবে সবাইকে টিকা দেয়া হবে।
তিনি আরও জানান, যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে দেয়া হবে টিকা। যার জন্যে সেখানে পাঁচটি বুথ করা হয়েছে। প্রতিটি বুথে পাঁচ জন করে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দু’জন নার্স ও তিনজন করে স্বেচ্ছাসেবক থাকবেন।
এ পর্যন্ত জেলায় মোট ৩২ লাখ ২২ হাজার ছয়শ’ ১২ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ১৯ লাখ ৪৯ হাজার পাঁচশ’ নয়, দ্বিতীয় ডেজ ১২ লাখ ৪৪ হাজার ৯৯ জন ও তৃতীয় বুস্টার ডোজ নিয়েছেন ২৯ হাজার চারজন।
খুলনা গেজেট/এনএম