যশোরে তাপস পোর্দার (৩০) নামে এক মোবাইল দোকানী ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের সিটি কলেজপাড়ার তপন পোর্দারের ছেলে ও মণিহার সিনেমা হলের পাশে তার একটি মোবাইলের দোকান আছে।
আহত তাপস জানান, তিনি শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির সামনে এসে পৌঁছালে অজ্ঞাত এক যুবক তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে ছুরিকাঘাতের এ ঘটনার কোন কারণ তিনি জানাতে পারেননি।