যশোর শহরের দড়াটানা ব্রিজের কাছ থেকে ব্যাটারি চালিত তিনটি চোরাই ভ্যানসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।
আটককৃতরা হলো, সদর উপজেলার ভগবতীতলা গ্রামের আছর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৩) ও জুমা আলী বিশ্বাসের ছেলে বিপুল হোসেন বিপ্লব (৩৯)। এছাড়া পলাতক আসামি হলো শহরের বকচর এলাকার শহিদুল ইসলাম (৬০)।
ডিবি পুলিশের এসআই ইদ্রিসুর রহমান জানিয়েছেন, গত ৩ ফেব্রæয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সূত্রে খবর পান শহরের দড়াটানা ব্রিজের পাশে ব্যাটারি চালিত চোরাই ভ্যান কেনাবেচা হচ্ছে। তিনি সংবাদ পেয়ে সেখানে পৌছুলে শাহিদুল ইসলাম পালিয়ে যায়। পরে একটি ভ্যানসহ আলমগীর হোসেনকে আটক করা হয়। আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আরো চোরাই ভ্যানের তথ্য দেয়। তার দেয়া তথ্য মোতাবেক সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দায়তলা কালীমন্দির মোড় থেকে বিপ্লবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে আরো দুটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক ও পলাতক আসামিরা চোরাই ভ্যান কেনাবেচা চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে ভ্যান চুরি করে নিয়ে এসে শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন।