র্যাব-৬ যশোরের সদস্যরা বুধবার শহরতলীর চাঁচড়া চেকপোস্ট বিএডিসি অফিসের সামনে অভিযান চালিয়ে বিলাস বহুল গাড়ি থেকে ১৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত নুরুল মোল্লার ছেলে ইদ্রিস আলী (৪৪) ও একই এলাকার তুলসীডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল হাসান বাবু (৩৫)।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ এম নাজিউর রহমান বলেন, আটককৃতরা কলারোয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কৌশলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি বিলাসবহুল গাড়িতে করে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে কলারোয়া থেকে ওই কারবারিরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিষয়টি অবগত হওয়ার পর র্যাব ফোর্স নিয়ে যশোর চাঁচড়া চেকপোস্টের বিএডিসি অফিসের সামনে অবস্থান গ্রহণ করেন।
এরপর বিকাল ৪টার দিকে নোহা ব্রান্ডের মাইক্রোবাসটি যশোর চাঁচড়া চেকপোস্টে পৌছালে গাড়িটির গতিরোধ করার চেষ্টা করা হয়। এসময় মাইক্রোবাসটি পালিয়ে যাবার চেষ্টা করে। পরে গাড়িটি তাড়া করে আটক করার পর তল্লাশি চালিয়ে ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দু’জনকে করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।