যশোরের মণিরামপুরে হতভাগ্য এক মা তার দু’ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। উপজেলার মাছনা গ্রামের মৃত জনাব আলী সরদারের স্ত্রী বৃদ্ধা আখিরন নেছা বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন।
আসামিরা হলেন, আখিরন নেছার দু’ ছেলে হুসাইন ও আব্দুর রহিম।
মামলা সূত্রে জানা গেছে, আখিরন নেছা বৃদ্ধা হওয়ায় কোনো উপার্জন করতে পারেন না। তার দু’ ছেলে রয়েছে। তিনি বহুকষ্টে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন ও বিক্রি করে ৬৬ হাজার টাকা তার ছেলে আব্দুর রহিমের কাছে গচ্ছিত রাখেন। এক পর্যায়ে ওই টাকা তারা দু’ভাই আত্মসাৎ করেন। এ টাকা নিয়ে বিরোধের জের ধরে হুসাইন তার মাকে মারপিট করে হাত ভেঙে দেয়। পরে তিনি কিছু গাছ বিক্রি করে ৩২ হাজার টাকা জোগাড় করেন।এ টাকা নেয়ার জন্য তার দু’ ছেলে প্রতিনিয়ত মায়ের সাথে ঝগড়া শুরু করে।
পরবর্তীতে তারা দু’ ভাই ষড়যন্ত্র করে মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এ টাকা না দেয়ায় তার ঘরে তালা লাগিয়ে দেয় পাষন্ড দুই ছেলে। এরপর জানিয়ে দেয় ১৫ দিনের মধ্যে তাদের দাবিকৃত টাকা না দিলে খুন জখম করবে। নিরূপায় হয়ে তিনি দু’ ছেলের বিরুদ্ধে আদালতে এ মামলা করেন।