যশোর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় দুই নেতা আহত হয়েছেন।
তারা হলেন প্রচার সম্পাদক আবু সাইদ মিন্টু (৫০) ও কার্যনির্বাহী সদস্য বাহাদুর হোসেন (৪৫)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ আগস্ট) রাতে শহরের নিউমার্কেট ট্রাক টার্মিনালে। মিন্টু শহরের বেজপাড়া কবরস্থান মোড়ের ও বাহাদুর শহরের খড়কি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন নিউমার্কেট ট্রাক টার্মিনালে নির্বাচনী সাধারণ সভা ছিল। এ নিয়ে সারাদিন পাল্টাপাল্টি উত্তেজনা চলছিল। বিকেলে বহিরাগতরা তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। মিন্টু তাদের নিবৃত করে অফিস রুমে গিয়ে বসেন। একপর্যায়ে রাত ৯টার দিকে লাল্টু-বাহাদুর পরিষদের কার্যনির্বাহী সদস্য বাহাদুরের নেতৃত্বে ১০/১২ জন শ্রমিক এসে আচমকা তাকে বেধড়ক মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আলম পরিষদের নেতৃত্বে ২০/২২ জন বাহাদুরকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, দুইজনেরই শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এমএনএস