গোপনে ধারণ করা ছবি দেখিয়ে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকির অভিযোগে রাকিব হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের সাইদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামি রাকিব হোসেন চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের তবিবর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সাইদুল ইসলামের জামাইয়ের ভাগ্নে আসামি রাকিব হোসেন। গত ২৬ আগস্ট রাকিব কয়েকজন অপরিচিত লোকজন নিয়ে নারাঙ্গালী বাজারে এসে তাকে দেখা করতে বলে। এ সময় তার সাথে দেখা করলে মোবাইলে ধারণ করা মেয়ের কয়েকটি ছবি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে সে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি দোকান থেকে ৭০ হাজার দিয়ে মোবাইলে ধারণ করা ছবি ডিলিট করে দিতে অনুরোধ করে। রাকিবসহ অন্যরা ছবি ডিলিট করে দিয়েছে বলে টাকা নিয়ে চলে যায়। পরবর্তীতে আসামি রাকিব ওই ছবি মোবাইলে পাঠিয়ে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ৭ অক্টোবর বিকেলে রাকিবসহ অপরিচিত ৩জন নারাঙ্গালী বাজারে এসে চাঁদার ৫ লাখ টাকা দাবি করে। এ টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছাড়িয়ে দেবে বলেও হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি চাঁদাবাজি ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা করেছেন।